তার নাগাল পাওয়া হলো না/ দুলাল মাহমুদ
ইন্টারভিউ নেয়া তো দূরে থাক, শেষ পর্যন্ত তার সঙ্গে দেখাটুকু পর্যন্ত হলো না। সবাইকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন এমন এক জগতে, যেখানে তার দেখা পাওয়ার আর কোনো সুযোগ নেই। এমনিতেই তিনি ছিলেন সবার ধরা-ছোঁয়ার বাইরে। যখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুরন্ত হরিণের মতো ছুটতেন, তখন তাকে অতিক্রম করা সম্ভব ছিল না। আবার যখন এলোমেলো হয়ে যায় তার মনোজগত, তখনও তিনি ছিলেন সবার নাগালের বাইরে। সত্যি সত্যি তাকে ধরার জন্য অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম। আমি যেহেতু তাকে চিনতাম না, লোকমুখে জানতাম তার কীর্তির টুকটাক কথা, এ কারণে তার কাছে পৌঁছানোর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম। তাকে চিনতেন এবং তার সঙ্গে একই সময়ে অ্যাথলেটিকস করতেন অ্যাথলেট কাজী আলমগীর। দু’জনের বসবাস ছিল অনেকটা কাছাকাছি। ঢাকার মগবাজার এলাকায়। ষাট দশকের খ্যাতিমান ক্রীড়াবিদ কাজী আলমগীরকে অনুরোধ করেছিলাম, কোনোভাবে তাকে ম্যানেজ করতে পারলে আমাকে যে কোনো সময় যেন খবর দেয়া হয়। একমাত্র তিনিই তার কিছুটা খোঁজ-খবর রাখতেন। আলমগীর ভাই নিজেই শারীরিকভাবে অসুস্থ। মুক্তিযুদ্ধের সময় হারিয়েছেন এক হাত। জীবন থেকে বিয়োগ হয়েছে প্রিয়তমা স্ত্রী। এক পুত্রকে নিয়ে কষ্টকর জীবন। র...