পোস্টগুলি

সেপ্টেম্বর ৪, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পেলে-ম্যারাডোনাকে দেখিনি, দেখবো মেসিকে/ দুলাল মাহমুদ

১. সেই শৈশবে ফুটবল খেলা যখন একটু একটু বুঝতে শিখেছি, তখন কেন জানি মনে হত, ফুটবলার আর পেলে বুঝি একে অপরের পরিপূরক। পেলেকেই মনে করতাম ফুটবলের মডেল। সে সময় তার খেলা দেখার প্রশ্নই আসে না। পেলে কেন, আন্তর্জাতিক ফুটবলের সঙ্গেই তো চাক্ষুস কোনো যোগাযোগ ছিল না। শাদা-কালো টেলিভিশনই দেখতে পেতাম কালে-ভদ্রে, তাতে আন্তর্জাতিক ফুটবল খুব একটা সুলভ ছিল না। আর তখন তো পেলের সঙ্গে মাঠের ফুটবলের তেমন যোগাযোগই নেই। এদিক-সেদিক খেলতে গেলেও ফুটবলের মূলধারার সঙ্গে তার যোগসূত্র অনেক আগেই ছিন্ন হয়ে যায়। ১৯৭১ সালে ব্রাজিল জাতীয় দল এবং ১৯৭৪ সালে কাব দল ‘সান্তোস’য়ের হয়ে খেলা ছেড়ে দেন ‘দ্য কিং অব ফুটবল’। অবসর নেওয়ার পর ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিয়ে যুক্তরাস্ট্রের ‘নিউইয়র্ক কসমস’ কাবের হয়ে খেলা চালিয়ে যান ১৯৭৭ সাল পর্যন্ত। তারপরও কেন পেলে নামটি বুকের মধ্যে স্থান করে নেয়, ঠিক বলতে পারবো না। তাকে নিয়ে পাঠ্য বইয়ে কি কোনো লেখা ছিল? সম্ভবত ছিল। দুর্বল স্মরণশক্তির কারণে নিশ্চিত হতে পারছি না। পেলে বললে তাকে চিনতে কষ্ট হত। যদি না তার নামের আগে ‘কালো মানিক’ বিশেষণটি আদর করে বসিয়ে দেওয়া হত। ভালোবাসার বন্ধন বোধহয় এমনই, ব