পোস্টগুলি

অক্টোবর ২৭, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘অতীন্দ্রিয়’ এক দাবা প্রতিভা / দুলাল মাহমুদ

ছবি
দাবা একটি মেধার খেলা । বুদ্ধির খেলা । সূক্ষ্ণ কৌশল ও পরিকল্পনার খেলা । দাবা খেলতে হলে শিক্ষিত হবে , এমন কোনো কথা নেই । তবে লেখাপড়া জানা থাকলে দাবা খেলায় পারদর্শিতা দেখানো সম্ভব হয় । আর আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হলে লেখাপড়া জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । সেক্ষেত্রে দাবার বই পড়তে হয় । দাবার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে হয় । তত্ত্বীয় জ্ঞান থাকতে হয় । তত্ত্বীয় জ্ঞান না থাকলে দাবা খেলায় সাফল্য অর্জন করা সম্ভব নয় । আর তত্ত্বীয় জ্ঞান অর্জন করতে হলে তো লেখাপড়ার কোনো বিকল্প নেই । আন্তর্জাতিক অঙ্গনে যাঁরা দাবায় সাফল্য দেখিয়েছেন , তাঁরা মেধাবী তো বটেই , শিক্ষিতও ছিলেন । দাবার ওপর অনেক বই পড়েছেন । তত্ত্বীয় জ্ঞানের অধিকারী ছিলেন । এমনকি সামাজিকভাবে ছিলেন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের সন্তান । দাবা এমন একটি সময়বহুল খেলা , অশিক্ষিত হয়ে কিংবা দারিদ্র্যের সঙ্গে বসবাস করে অবস্থানগত কারণে দাবায় বড় কিছু করা সম্ভবপর হয়ে ওঠে না । কিন্তু দাবার ইতিহাসে ব্যতিক্রম ছিলেন একজন । লেখাপড়া জানতেন না । বইপত্র পড়ার কোনো প্রশ্নই আসে না । কোনো তত্ত্ব জ্ঞানও ছিল না । ইংরেজিতে দাবার পরিভাষাও বুঝতেন না । বসবাস