হকি অন্তঃপ্রাণ আলমগীর মোহাম্মদ আদেল/ দুলাল মাহমুদ
আরমানিটোলা স্কুল ও স্কুলের মাঠকে কেন্দ্র করে এ অঞ্চলের হকির যে জাগরণ ঘটে, প্রাথমিকভাবে তা বিকশিত হয় আশপাশের এলাকায়। এরপর ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে পরিবারেও। অনেক পরিবারে ঐতিহ্যের অংশে পরিণত হয় হকি খেলা। এমন একটি পরিবার হলো ‘আদেল পরিবার’। আরমানিটোলা স্কুল থেকে উত্তর দিকে দৃষ্টি দিলে ‘শরফুদ্দীন হাউজ’ নামক যে বনেদী বাড়িটি দৃষ্টিগোচর হয়, সেটাই আদেল পরিবারের আদি বাড়ি। এটি এদেশের হকির অন্যতম সূতিকাগার হিসেবে পরিচিত হয়ে ওঠে। এ বাড়ি থেকে জাতীয় পর্যায়ের বেশ ক’জন খেলোয়াড় উঠে আসার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে হকির প্রসার ও মানোন্নয়নে। এ বাড়িরই কৃতী সন্তান আলমগীর মোহাম্মদ আদেল। এদেশের হকির একটি পরিচিত নাম। খেলোয়াড় হিসেবে যেমন, সংগঠক হিসেবেও তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। আলমগীর মোহাম্মদ আদেলের জন্ম ঢাকার আরমানিটোলায়, ১৯৩৩ সালের ৩০ নভেম্বর। খেলাধুলায় সংশ্লিষ্ট হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আরমানিটোলা স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হওয়ার পর খেলাধুলা হয়ে ওঠে আমার জীবনের অন্যতম সোপান। ক্রীড়াক্ষেত্রে এই স্কুলের ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা। আমাদের চোখের সামনে ঘুরে বেড়াতেন দেশসেরা ক্রীড়াবিদরা। তাদের অন্যতম হলেন ওয়াজির ...