পোস্টগুলি

অক্টোবর ৬, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইউরোপীয় ক্লাবে ভারতীয় উপমহাদেশের প্রথম ফুটবলার/ দুলাল মাহমুদ

ছবি
উপমহাদেশের ফুটবলের এক বিস্ময়কর প্রতিভা সালিম। অথচ তিনি একটি বিস্মৃত নাম। হারিয়ে গেছেন ইতিহাসের আড়ালে। ফুটবলের ইতিহাসে এখন আর তাঁর নাম উচ্চারিত হয় না। অথচ সত্যিকার অর্থে কিংবদন্তি ফুটবলার ছিলেন তিনি। তাঁর জীবন, তাঁর ক্রীড়াশৈলী, তাঁর উপাখ্যান রীতিমতো প্রবাদের মতো। তিনি ছিলেন কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বর্ণযুগের ফুটবলার। আর স্বর্ণযুগের যাঁরা নির্মাতা, তিনি তাঁদের অন্যতম। এ কারণেও তাঁর হারিয়ে যাওয়ার কথা নয়। তবে তাঁর সবচেয়ে যেটি বড় পরিচয়, তিনি হলেন ইউরোপীয় ক্লাবে খেলা উপমহাদেশের প্রথম ফুটবলার। শুধু এ কারণেই তাঁর ফুটবলের প্রবাদপুরুষ হয়ে থাকার কথা। কিন্তু কেন যেন সেটা হয়নি। তবে সেই বৃটিশ ঔপনেশিক রাজত্বে তিনি যে  কীর্তি গড়েছেন, তা সম্ভব হয়েছে তাঁর অপরিসীম সাহস ও দুর্ধর্ষ ফুটবলশৈলীর কারণে। তিনি ছিলেন অসাধারণ ও ব্যতিক্রমধর্মী ফুটবলার। বিরলজাতের ফুটবলার বললে মোটেও অত্যুক্তি হয় না। তিনি খেলতেন খালি পায়ে। কর্নার কিক, ফ্রি-কিক বা একটু থামিয়ে সেন্টার করায় তিনি ছিলেন বিপক্ষের কাছে রীতিমতো বিভীষিকা। পায়ে যাঁদের বল থাকলে বিপক্ষের বুক দুরু দুরু করে, তিনি ছিলেন সেই জাতের ফুটবলার। তাঁর মতো খে