ভালোবাসার ব্রাজিল আর উচ্ছ্বল শাকিরা / দুলাল মাহমুদ

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে লাতিন ঘরানার দুই দেশ ব্রাজিল এবং কলম্বিয়া যখন মুখোমুখি হয়, তখন মনের মধ্যে দোল খেতে থাকে একরাশ দ্বিধা-দ্বন্দ্ব। নিজেকেই জিঞ্জেস করতে থাকি, মন তুই কার? ব্রাজিলের নাকি কলম্বিয়ার? প্রশ্ন উঠতেই পারে কেন এই দ্বিধা? কেন এই দ্বন্দ্ব? ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ব্রাজিলকে ভালো না বাসার তো কোনো কারণ নেই। ফুটবল বললেই তো ভেসে উঠে হলুদের ঢেউ খেলানো বাধ ভাঙা উদ্দাম উচ্ছ্বাস। দৃষ্টিনন্দিত ও লাবণ্যময় ফুটবলের হাতছানি। মাঠের ফুটবলের সৌন্দর্য তো আছেই, গ্যালারির ফুটবলের আকর্ষণ তো নেহাত কম নয়। এই সৌন্দর্য, এই আকর্ষণ সৌন্দর্যপিয়াসীদের আকৃষ্ট না করে পারে না। যে কারণে দুনিয়াব্যাপী ব্রাজিলীয় ফুটবল নিয়ে উন্মাদনার শেষ নেই। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বিষয় যদি নির্ধারণ করা হয়, নিঃসন্দেহে সেই তালিকার শীর্ষেই স্থান পাবে ব্রাজিলীয় ফুটবল। যদিও সেই দূর কৈশোরে ব্রাজিলীয় ফুটবলের প্রেমে যখন অবগাহন করি, তখন তো চোখের সামনে এত কিছু ছিল না। ছিল না হলুদের প্রাণোচ্ছ্বলতা, শিল্পিত ফুটবলারের কারুকাজ কিংবা উত্তাল গ্যালারির সাম্বা নাচ। পৃথিবীর অপর পিঠের এই দেশটির কোনো কিছুই তো হৃদয়ে ছাপ ফেলার কথা ...