পোস্টগুলি

জুলাই ১৭, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা’ / দুলাল মাহমুদ

সময়ের আবর্তনে ইতিহাস কখনো কখনো ফিরে ফিরে আসে। ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস যেন ইতিহাসেরই কিছুটা পুনরাবৃত্তি। যে ইতিহাসে হাজার বছর ধরে বাংলা নামক একটি ভূখণ্ড হাত ধরাধরি করে অবস্থান করেছে, রাজনৈতিক কারণে তা পরস্পরের বিচ্ছিন্ন হয়ে গেলেও ক্রীড়াকে কেন্দ্র করে দুই বাংলার ইতিহাস ও ঐতিহ্য যেন মিলেছে একই মোহনায়। যেমন করে গঙ্গা নদী এসে মেলে পদ্মার সঙ্গে এবং ব্রহ্মপুত্র লীন হয় যমুনায়। একটুখানি পেছন ফিরে তাকালে আমাদের অনুভবে, স্মৃতিপটে ভেসে ওঠে দুই বাংলার চিরায়ত সম্পর্কের ইতিবৃত্ত। তা এমনভাবে মিলে-মিশে আছে, তাকে আলাদা করার কোনো সুযোগ নেই। কেননা, অনেক আনন্দ ও গৌরবের যৌথ অংশীদার অবিভক্ত বাংলা। তাকে বিভক্ত করা যাবে কীভাবে? যে কারণে সেই সময়টা দুই বাংলার কাছেই সমাদৃত হয়ে আছে, আছে ইতিহাসের পাতায় পাতায়। এক সময় ভারতীয় উপমহাদেশের অংশ তদানীন্তন পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশ এবং ভারতের একটি রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ ছিল দীর্ঘ ও অভিন্ন সাংস্কৃতিক, অর্থনীতি ও রাজনৈতিক ইতিহাসের অংশীদার। যে কারণে দুই বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার ইতিহাস ও ঐতিহ্য একই তারে বাঁধা। বস্তুত বাইরের কারো পক্ষে দুই বাংল