পোস্টগুলি

এপ্রিল ২৮, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমাদের ‘অলিম্পিক গেমস’ / দুলাল মাহমুদ

ছবি
দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ‘বাংলাদেশ গেমস’ হারিয়ে যেতে যেতে আবার ফিরে এসেছে। ১১ বছর পর আয়োজিত হচ্ছে এই গেমস। এই ফিরে আসাটা দেশের ক্রীড়াঙ্গনের জন্য অবশ্যই একটি বড় সুসংবাদ। বাংলাদেশ গেমসই একমাত্র ক্রীড়ানুষ্ঠান, যেখানে প্রতিটি উল্লেখযোগ্য খেলার অংশ গ্রহণ থাকে। সব খেলার খেলোয়াড় ও সংগঠকরা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান। একইসঙ্গে বিভিন্ন খেলা আয়োজিত হওয়ায় এটি পরিণত হয় একটি উৎসবে। আর এই উৎসবের রঙে রঙীন হয়ে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। এবারের গেমসে ৩১টি ক্রীড়ায় ৩৫৬টি ইভেন্টে ৭০৫টি স্বর্ণ পদকের জন্য ‘হৃদয়ে খেলার স্পন্দন’ নিয়ে লড়ছেন ৬৮০০ অ্যাথলেট। এত এত অ্যাথলেটের একসঙ্গে হওয়াটা চাট্টিখানি কথা নয়। ঢাকা ও ঢাকার বাইরের ২১টি ভেন্যুতে খেলা হচ্ছে। বাংলাদেশের আর কোনো ক্রীড়া উৎসব এত ব্যাপকভাবে, এত বিস্তারিতভাবে, এত বিপুলভাবে আয়োজিত হয় না। এরফলে উৎসবের রঙ ছড়িয়ে পড়বে সারা দেশে। সবার বুকে স্পন্দিত হবে, ‘এক বিশ্বাসে আজ জেগেছে দুর্জয় প্রাণ। প্রতিযোগিতার মঞ্চে আমরা সবাই সমান’। চার বছর অন্তর ‘বাংলাদেশ গেমস’ আয়োজিত হওয়ার কথা থাকলেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। অথচ পুরো দেশে খেলার আমেজ ছড়িয়ে দেওয়ার পাশা