পোস্টগুলি

মে ২০, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সোনালি অতীতের দিনগুলো-৩ / বশীর আহমেদ

১ এপ্রিল ২০১২ (পঁচানব্বই) আউটার স্টেডিয়ামে ৯-৬-৬৭ তারিখের খেলায় পুলিশ পাইওনিয়ারের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল। বিরতির পূর্বে পুলিশ অনবরত আক্রমণ চালিয়েও গোল পায়নি, উল্টো খেলার ১২ মিনিটে পাইওনিয়ারের সেন্টার ফরোয়ার্ড আলিম পুলিশের ঢিলেঢালা ডিফেন্সে ঢুকে মালাকারকে কাটিয়ে গোল করে পুলিশ টিমকে থ বানিয়ে দেয়। গোল শোধ করার জন্য আক্রমণ চালালেও পাইওনিয়ারের তরুণ রক্ষণভাগের ফাটল ধরাতে পারেনি। বিরতির পর পাইওনিয়ারের তরুণ খেলোয়াড়রা নিজেদেরকে সুসংহত করে আরো গোছানো ফুটবল খেলতে থাকে, যার জন্য পুলিশের ফরোয়ার্ড লাইন কিছুতেই গোলের সুযোগ সৃষ্টি করতে পারছিল না- পুলিশের পুরো টিম গোল শোধ করতে ওপরে উঠে আসে। পাইওনিয়ারের সেন্টার ফরোয়ার্ড আলিম একটি থ্রু পাস ধরে দ্রুত পুলিশের সীমানায় ঢুকে লেফট আউট নওয়াব বক্সে এসে যায়গা নিল, যেখানে আলিমকে বল পাস দিতে কোন চিন্তা করতে হয়নি আর নোয়াবও সঠিক জায়গায় বল পাঠাতে ভুল করেনি। ২-০ গোলের পরাজয় এড়াতে পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করেও ভাগ্যের এতটুকু সহায়তা লাভ করতে পারেনি। ১০ জুন মোহামেডান শেষ মুহূর্তের গোলে উতরে গিয়েছিল আর তারই মাধ্যমে প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল ভিক্টোরিয়া। মোহ