মাহুতটুলির নুরুল ইসলাম নান্না/ দুলাল মাহমুদ
ঢাকার নবাবদের মাধ্যমে হকির প্রচলন ঘটলেও হকির সূতিকাগার বলা যায় আরমানিটোলা গভর্নমেন্ট হাইস্কুলকে। এই স্কুলকে কেন্দ্র করে প্রসার ও বিকশিত হয়েছে হকি খেলা। সঙ্গত কারণে তার ছোঁয়া লাগে স্কুল সংলগ্ন আশপাশের এলাকায়। সেই ব্রিটিশ আমলে ঢাকা শহরের পরিসর ছিল খুবই সীমিত। মাহুতটুলি ছিল ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় বসবাসরত বালক ও কিশোরদের বড় একটি অংশ পড়তো আরমানিটোলা স্কুলে। স্কুল ও বাসার মধ্যে একদমই দূরত্ব না থাকায় আরমানিটোলা মাঠে তাদের সার্বক্ষণিক বিনোদনের অংশ হয়ে ওঠে হকি খেলা। অন্যদের মতো মাহুতটুলির একটি পরিবারের ছেলেরাও পড়তো আরমানিটোলা স্কুলে। আরমানিটোলা স্কুলে হকি খেলায় দীক্ষা পেয়ে তারা নিজেরাই গড়ে তোলে মাহুতটুলি ক্লাব। সেই ব্রিটিশ আমলে গড়ে ওঠে এ ক্লাবটি। হকিকে জনপ্রিয় করতে এ ক্লাবের ভূমিকাও কোনো অংশে কম নয়। আর এই মাহুতটুলি ক্লাবটি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখেন মাহুতটুলির যে পরিবার, তাদের ছয় ভাই-ই খেলতেন এই ক্লাবে। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান পর্ব পেরিয়ে এই বাংলাদেশ আমল পর্যন্ত এ পরিবারটি জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড় উপহার দিয়েছে। তাদের মধ্যে কেউ খেলেছেন ইস্ট পাকিস্তান দল...