পোস্টগুলি

নভেম্বর ৬, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘প্রেস বক্স’ ‍: ইতিহাসের ছেঁড়াপাতা? -দুলাল মাহমুদ

ছবি
ছুটিও যে মনস্তাপের কারণ হয়ে দাঁড়ায়, সেটা সেদিন আমরা যারা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলাম, তারা পলে পলে অনুভব করছিলাম। দিনটি ছিল ১১ নভেম্বর ২০০০। আগের দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হয়েছে নতুন এক ইতিহাস। স্বপ্ন আর কল্পনাকে সত্যি করে দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশের। অনাবিল আনন্দের এই রেশ কাটতে না কাটতেই পরের দিন অভিষেক টেস্টকে রাঙিয়ে দিচ্ছিলেন ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের উদীয়মান আকাশে রঙধনু হয়ে ফুটতে থাকেন তিনি। ৭০ রান নিয়ে খেলতে নেমে তিনি একটু একটু করে পাড়ি দিচ্ছিলেন স্বপ্নের পথ। দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করার এক বিরল গৌরব হাতছানি দিচ্ছিল তাকে। মাঠে খেলছিলেন বুলবুল, অস্থিরতায় ছটফট করছিলেন সারা দেশের ক্রীড়ানুরাগীরা। বুলবুলও তো কম স্মায়ুর চাপে ভুগছিলেন না। এমনিতে ব্যাট করতে নামলে তাকে নার্ভাসনেসে পেয়ে বসে। তারপর বেশ কিছু দিন যাবৎ ফর্মও ভালো যাচ্ছিল না। দর্শকরাও বোধকরি তার ওপর খুব একটা আস্থা রাখতে পারেননি। নতুবা আগের দিন স্টেডিয়াম ভর্তি দর্শক পরের দিন কোথায় গেলেন? এমন অবস্থায় তিনি কি পারবেন ইতিহাসের সোনালী পাতায় নিজের নামকে খো