কোরানের ব্যাটে ছিল অগ্নিস্ফুলিঙ্গ/ দুলাল মাহমুদ
ক্রিকেটার হিসেবে তার মধ্যে ছিল দ্বৈতসত্তা। কখনো তিনি ছিলেন আগ্রাসী ব্যাটসম্যান, কখনো তিনি সৌন্দর্যের উপাসক। ব্যাট হাতে নামার পর তিনি হয়ে উঠতেন অপ্রতিরোধ্য ও বেপরোয়া। তার ব্যাটে ছিল আগুনের স্ফুলিঙ্গ। যে কোনো বলকেই সীমানার বাইরে আছড়ে ফেলতেন অনায়াস ও সাবলীল দক্ষতায়। আবার তার মধ্যেই ছিল শিল্পীত একটি মন। তার কভার ড্রাইভ ছিল চেয়ে দেখার মতো। যেন শিল্পীর তুলির নিখুঁত আঁচড়। স্কোয়ার কাট, অন ড্রাইভগুলো ছিল চমৎকার। তবে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই তিনি খ্যাতি অর্জন করেন। সেই পঞ্চাশ ও ষাট দশকে ক্রিকেট ছিল ক্ল্যাসিকাল ঘরানার। তাতে ছিল বনেদীয়ানার ছাপ। একটু মন্থর। আর এই মন্থরতার বিপক্ষে ক্রিকেটে গতি নিয়ে আসেন সৈয়দ আবদুল মজিদ কোরান। তিনি তার দীপ্তি দিয়ে, সৌন্দর্য দিয়ে ক্রিকেটে আলাদা স্থান করে নেন। হাল আমলের টোয়েন্টি টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে যখন রানের ফুলঝুরি ছোটে, তখন কোরানের স্মৃতিতে ভেসে ওঠে তার সময়ের দিনগুলো। টেস্ট ক্রিকেটের সেই দিনগুলোতে তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক অগ্রগামী। তার ব্যাটে ছিল টোয়েন্টি টোয়েন্টি কিংবা ওয়ানডে ক্রিকেটের দুরন্ত ঝড়। তিনি যখন খেলতে নামতেন, দর্শকরা তখন নড়েচড়ে বসতেন। ত...