পোস্টগুলি

মে ৬, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সোনালি অতীতের দিনগুলো-২ / বশীর আহমেদ

(আটচল্লিশ) একটি আত্মঘাতী গোল ঢাকা মোহামেডান কাবের লীগ চ্যাম্পিয়নশীপের স্বপ্নকে এলোমেলো করে দিয়েছিল। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলায় লীগ প্রত্যাশী দুটি দল মোহামেডান এবং ভিক্টোরিয়া ১২-৭-৬৩ তারিখে ঢাকা স্টেডিয়ামে তাদের পূর্ণ শক্তি নিয়ে ফুটবল লড়াইয়ে নেমেছিল। দর্শকে ভরা স্টেডিয়াম খেলার গতি, ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সমঝোতা, সুন্দর বল আদান-প্রদান আক্রমণ-পাল্টা আক্রমণ সব মিলিয়ে একটি উঁচু মানের ফুটবল খেলা উপভোগ করেছিল দর্শকরা। দু’দলের খেলোয়াড়রা মন উজাড় করে খেলছি সেদিন, আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা বেশ জমে উঠেছিল, উপভোগ্য হয়েছিল। উত্তেজনা যেমন মাঠের ভেতর ছিল, তেমনি ছিল গ্যালারিতে। গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল প্রথমার্ধ। দু’দলই গোল করার জন্য সব ধরনের কলাকৌশল প্রয়োগ করে যাচ্ছিল দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই। মাঝামাঝি (দ্বিতীয়ার্ধের সময় ভিক্টোরিয়ার বামদিক দিয়ে একটি আক্রমণ আমাদের রক্ষণভাগে ঢুকে পড়লে লেফট আউট বড় ইউসুফ তার দলের খেলোয়াড়দের উদ্দেশে সেন্টার করেÑ যা আমাদের ডিফেন্ডার কিয়ার করতে গিয়ে বল কাট করলে নিজ গোলে ঢুকে যায়, গোলারক্ষক আটকাবার সুযোগই পায়নি। গোল...। আমরা হতবাক হয়ে তাকিয়ে থ