পোস্টগুলি

আগস্ট ২৫, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সোনালী অতীতের দিনগুলো-৪ / বশীর আহমেদ

(৯৯) ‘কালো-সাদা’ জার্সি নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হতো। কালো-সাদার দাবিদার দুটি ক্লাবÑ মোহামেডান-ওয়ান্ডারার্স। সেবারও (১ জুলাই ১৯৬৭) লিগের ২য় পর্বের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে আরম্ভ হয়েছিল। মোহামেডানের ক্যাপ্টেন আব্দুল্লাহ আর ওয়ান্ডারার্সের ক্যাপ্টেন ইসমাইল রুশো; দুজনই তাদের ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর। উভয় দলের জার্সির কালার রেজিস্টার্ডÑ এটা তাদের দাবি। ঢাকা ওয়ান্ডারার্সের দাবি, ঢাকায় ওয়ান্ডারার্স ক্লাব মোহামেডানের আগে প্রতিষ্ঠিত হয়েছে আর মোহামেডানের দাবি তাদের ক্লাব ১৯৩৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে; সেটারই ধারাবাহিকতায় ঢাকায় মোহামেডান প্রতিষ্ঠিত। ইপিএসএফ কর্মকর্তাদের হস্তক্ষেপে জার্সি সমস্যার সমাধান হয়েছিল রেফারি জেড আলমের টসের মাধ্যমে। টসে ওয়ান্ডারার্স জয়ী হয়ে তাদের কালো-সাদা জার্সি পরে খেলতে নেমেছিল আর মোহামেডান পরেছিল লাল জার্সি। ওয়ান্ডারার্স জার্সির টসে জয়লাভ করলেও মাঠের খেলায় মোহামেডান তাদেরকে ৩-০ গোলে হারিয়েছিল। যদিও চ্যাম্পিয়নরা ভাল খেলে জয়লাভ করেছিল; তবে ওয়ান্ডারার্সের রক্ষণভাগ মোহামেডানের শক্তিশালী আক্রমণগুলোকে ব্যর্থ করে দিচ্ছিল। দক্ষ এবং দ্রুতগতির রক্ষণভাগ মোহ