পোস্টগুলি

জুন ১, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফুটবলে জীবনের জয়গান / দুলাল মাহমুদ Dulal Mahmud

ছবি
ফুটবল রসের ভিয়েনে ডুবিয়ে দিতে ফিরে এসেছে দুনিয়া কাঁপানো বিশ্বকাপ। এই মহোৎসবের জন্য অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ চার বছর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বিশ্বক্রীড়া মাঠে যখন গড়ায়, তখন সারা দুনিয়া যেন বাঁধা পড়ে একই সুরে, একই অনুভবে। এই সুর, এই অনুভবে স্পন্দিত হন তাবৎ ফুটবল অনুরাগী। এর আবেদন, এর সম্মোহন অসাধারণ। ফুটবল সর্বজনীন এক ক্রীড়া। দুনিয়ায় ফুটবল খেলা হয় না, এমন দেশের সংখ্যা বিরল। ফুটবলের সর্বোচ্চ সংস্থার ফিফা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িয়ে আছে ২০৯টি দেশ। এই দেশগুলোর মধ্যে কোয়ালিফাইং রাউন্ডের খেলা হওয়ার পর চূড়ান্ত পর্বে খেলে ৩২টি দেশ। সংগত কারণে বিশ্বকাপ ফুটবলের সঙ্গে একাত্ম অনুভব করে পুরো দুনিয়া। বিশ্বকাপ ফুটবল হয়ে ওঠে বিশ্বজনীন এক মহোৎসব। এই উৎসব পরিণত হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের এক মিলনমেলায়। এটিকে আন্তর্জাতিক উৎসব বললে অত্যুক্তি হবে না। আর কোনো উৎসব এতটা জমকালো, জমজমাট ও জাঁকজমকপূর্ণ হয় না। এতটা নিবিড় আত্মিক বন্ধন গড়ে ওঠে না অন্য কোনো কিছুতে। তাছাড়া বিশ্বকাপ ফুটবলে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, জীবনধারা, সংস্কৃতি, আবেগ-অনুভূতি, পোশাক-পরিচ্ছদ সম্পর্ক