বিশ্বকাপ ফুটবল কেন বাংলাদেশের উৎসব? / দুলাল মাহমুদ

বসন্তকে বরণ করে নেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে/মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে’। প্রকৃতি থেকে বসন্ত কবেই বিদায় নিয়েছে। কিন্তু এই গ্রীষ্মেও আমাদের চারপাশে যেন মৌ মৌ করছে বসন্ত। সর্বত্রই মধুর মিলনের আবাহন। উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে সারা দেশ। তবে এই উৎসব, এই বসন্ত একটু অন্যরকম। নয়নজুড়ানো লাল টকটকে কৃষ্ণচুড়া, কোকিলের কুহতান, বাসন্তী সাজে উজ্জ্বল-উচ্ছ্বল তরুণ-তরুণী, সুরে সুরে মাতাল করা পরিবেশ না থাকলেও তারচেয়ে কোনো অংশেই কম নয় এই উৎসব, এই বসন্ত। আর এই উৎসব, এই বসন্ত নিয়ে এসেছে বিশ্বকাপ ফুটবল। প্রকৃত ফুলের সৌরভ, পাখির কলতান না থাকলেও সবার বুকের মধ্যে যেন ফুটেছে বিশ্বকাপ ফুটবলের ফুল আর পাখির কূজন। পোশাকেও লেগেছে বাসন্তী হাওয়া। তবে বসন্ত ঋতু উদযাপনের মতো তা শুধু লাল-হলুদের মধ্যে সীমাবদ্ধ নয়। কত রকম রঙে নিজেদের রাঙিয়েছেন ফুটবল অনুরাগীরা। হলুদ-নীল, আকাশী-নীল, লাল, কমলা, নীল, সাদা, কালো, সবুজ, হলুদের বিচ্ছুরণে মনের আকাশে খেলে যায় রঙধনু। তবে হলুদ আর আকাশী নীলের বর্ণিল সমাহারই বেশি। ঘরে ঘরে লাতিন ঘরানার ফুটবলের দুই শিল্পিত দেশ ব্রাজিল আর আর্জেন্টিনার জা...