আমাদের ফুটবলাররা-২
দুর্দান্ত লেফট-ব্যাক জনি রক্ষণভাগের একজন সজাগ ও সতর্ক প্রহরী হিসেবে ফুটবল মাঠে জনি ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের আক্রমণভাগের খেলোয়াড়দের গোল করাটা ছিল কঠিন ব্যাপার। নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সুঠামদেহী ও শক্ত-সামর্থ্য গড়নের এই লেফ্ট-ব্যাক ওভারল্যাপিং করে আক্রমণ গড়ে তুলতেন। ঠাণ্ডা মেজাজের এই ডিফেন্ডার সাইড লাইন ধরে ছুটতে ছুটতে আউট ইন ডজ দিয়ে এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে ওপরে উঠে আক্রমণভাগকে সাহায্য করতেন। কখনো কখনো বুদ্ধিমত্তার সঙ্গে নিপুণভাবে বলের জোগান দিয়ে তৈরি করে দিতেন গোলের উৎস। স্পিড, টেকনিক ও ফুটবল সেন্সের প্রয়োগ ঘটিয়ে ফুটবল ক্যারিয়ারের পুরো সময়টা খেলেছেন বড় ক্লাবের হয়ে। এমনটি সম্ভব হয়েছে ফুটবলের প্রতি তাঁর ধৈর্য, নিষ্ঠা ও একাগ্রতার কারণে। ১৯৬১ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকায় ইমতিয়াজ সুলতান জনির জন্ম। ঢাকার নীমতলিতে থাকতেই ফুটবল খেলায় জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় মাঠে পাড়ার ছেলেদের সঙ্গে নিয়মিত খেলতেন। এরপর মিরপুর চলে যাওয়ায় বাড়ির পাশের পল্লবী সিটি ক্লাব মাঠে তাঁর জন্য হয়ে ওঠে সোনায় সোহাগা। সিটি ক্লাবের হয়ে কৈশোরে ফুটবল খেলে পরিপক্ব হয়ে উঠতে থাক...













মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন