বাংলাদেশের ক্রীড়াঙ্গন : পেছন ফিরে দেখা/ দুলাল মাহমুদ
পেছন ফিরে তাকালে ভিড় করে স্মৃতির মরীচিকা। পাওয়া আর না পাওয়ার যোগ-বিয়োগ। কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে? অবশ্য স্মৃতির পাতায় শুধু বেদনা থাকে না, থাকে আনন্দেরও উপলক্ষ। তাই যুগপৎভাবে ফিরে ফিরে আসে আনন্দ-বেদনা। আর এই আনন্দ-বেদনার হলাহল পান করেই এগিয়ে যেতে হয় অনিশ্চিত আগামীর পথে। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কী পেলাম আর কী পেলাম না, সেই অঙ্কও কষতে হয়। দেখতে দেখতে চার দশকেরও বেশি সময় পেরিয়ে এসেছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাতে গেলে অঙ্কের হিসাব মিলতে চায় না। একটা আশা-নিরাশার দোলচল। অনেকটা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের মতো। এ কথা নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নায়ক তিনি। তাঁর কৃতিত্বে অনেক গৌরবময় মুহুর্ত অবলোকন করেছে বাংলাদেশ। আবার এ দেশের ক্রিকেটের কলঙ্কের নায়কও তিনি। দূষিত করেছেন ক্রিকেটকে। একই সঙ্গে তিনি গৌরব আর অগৌরবের প্রতিনিধি। তদ্রæপ অবস্থা বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্য যেমন আছে, আছে ব্যর্থতার আহাজারি। আছে গৌরব করার মুহুর্ত, তেমনি আছে অগৌরবের দৃশ্যপট। তবে ক্রীড়াঙ্গনে যতটা এগিয়ে যাবার কথা ছিল, তত